চট্টগ্রাম, ২ নভেম্বর:
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ছয় মাস পর পুনরায় ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) ভোর থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরবর্তীতে গ্যাস সংকটের কারণে ১১ এপ্রিল থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। গত ১৯ অক্টোবর থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদন পুনরায় চালুর প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ।
সিইউএফএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, গ্যাস সরবরাহ পাওয়ার পর আজ ভোর থেকেই কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। তিনি আরও বলেন, কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। এছাড়া বার্ষিক ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন ক্ষমতাও রয়েছে সিইউএফএলের।
১৯৮৭ সালে জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় সরকার এই সার কারখানাটি প্রতিষ্ঠা করে।