চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। আর মারা গেছেন আরও ১০ জন। করোনা শনাক্তের হার ৩৬.৮৯ শতাংশ।
সোমবার (২ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন অফিসের রিপোর্ট বলা হয়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৩৫ জন এবং বিভিন্ন উপজেলার ৪৩৮ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে হাটহাজারী সর্বোচ্চ ৯৬ জন। এর পরে আছে ফটিকছড়ি ৫৯ জন, বোয়ালখালী ৫৯ জন, রাঙ্গুনিয়া ৪০ জন, রাউজান ৩০ জন, আনোয়ারা ২৫ জন, সন্দ্বীপ ২৫ জন, সীতাকুণ্ড ২৩ জন, বাঁশখালীতে ২৩ জন, লোহাগাড়া ১৭ জন, মিরসরাইয় ১৭ জন, সাতকানিয়া ১০ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ৭ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৪৪ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৩ হাজার ৬১৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২১ হাজার ৫২৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন নগরের বাইরের, চারজন নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে।