চট্টগ্রাম, ২১ অক্টোবর:
আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য “জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫” সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। তিনি বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলা ও সংস্কৃতি তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। এই আয়োজনের মাধ্যমে আমরা একটি সুস্থ, সবল ও সুন্দর জাতি গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় গড়ে তোলা এবং ফুটবলের জাগরণ সৃষ্টির উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের দিনটি যেন উৎসবমুখর হয়ে ওঠে, এজন্য সবাইকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, “জিয়া ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে মাঠমুখী করার এক ইতিবাচক উদ্যোগ। ফুটবল এমন একটি খেলা যা মানুষকে শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও দলবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়।”
তিনি যোগ করেন, “চট্টগ্রাম দীর্ঘদিন ধরে ফুটবলের অন্যতম কেন্দ্র। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এখান থেকে নতুন খেলোয়াড় তৈরি হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের গৌরব বয়ে আনবে।”
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তরুণ প্রজন্ম দেশের প্রাণশক্তি। খেলাধুলা তাদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে। বিএনপি সবসময় তরুণদের মেধা, শক্তি ও উদ্যমকে উৎসাহিত করেছে—‘জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ সেই ধারাবাহিকতারই অংশ।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম.এ. আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস. এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।
এছাড়াও মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, ইকবাল চৌধুরী, আবুল ফয়েজ, ইসকান্দর মির্জা, জয়নাল আবেদীন জিয়া, এম এ হান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মোহাম্মদ মহসীন, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশারফ হোসেন ডিপটি, নুর উদ্দিন হোসেন নুরু, জাফর আহাম্মেদ, মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ছিলেন জমির উদ্দিন নাহিদ, মোহাম্মদ আলমগীর, সাবের হোসেন টারজান, সেলিম হাফেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ বলেন, “জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ হবে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার মঞ্চ—যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।”