চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীর (১৬)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাটহাজারী মডেল থানাধীন আলীপুর রহমানিয়া স্কুলের পাশে রেললাইনে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তানভীর তার এক বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ তানভীর হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর মালিপাড়ার আব্দুল বারেকের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তানভীরের পরিবার ও স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় ও সহিংসতার প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।