চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সদস্য, হলিডে পত্রিকার ব্যুরো প্রধান, ৭০ সালে চট্টগ্রাম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক, ৭১ এর মুক্তিযুদ্ধে সন্দীপ, সীতাকুন্ড, মিরস্বরাই বিএলএফ জোনাল কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারী আর নেই।
মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার (৮ অক্টোবর) বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষ হযরত গরীব উল্লাহ শাহ্ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রবীন এই সাংবাদিকের মৃত্যুতে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।