চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরো এক মাস পেছানো হলো—-নৌ পরিবহণ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরো এক মাস পিছানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গত রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কনটেইনার হ্যান্ডলিংসহ বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন খাতে গড়ে ৪১ শতাংশ  ট্যারিফ বৃদ্ধি করে। এ নিয়ে বন্দর ব্যবহারকারীদের মাঝে তীব্র  অসন্তোষ সৃস্টি হয় এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করে ১ বছর পর ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন।
আজ দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক আয়োজিত কাষ্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ বিষয়ে এক কর্মশালায় নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বন্দরের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আরো এক মাস পেছানো হয়েছে।

সেসশয় উপদেষ্টা বলেন, বন্দরের ট্যারিফ এক মাস ছাড় দেওয়ার ব্যাপারে চেয়ারম্যান সম্মত হয়েছেন।
তিনি বলেন, কেউ কেউ বলছেন, বন্দর দিয়ে দেবে। বন্দর কাকে দেবে আমরা, অপারেটর নিয়োগ দেব। দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে। যারা ১৩০, ১৪০, ১৮০ বন্দর অপারেট করছে।

কর্মশালায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ, মেট্রোপলিটন চেম্বারের এএম মাহাবুব চৌধুরীসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমরা টাইম রিলিজ স্ট্যাডি দেখেছি এক দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে সিংহভাগ পণ্য খালাস হয়ে যায়। তার মানে একদিনে ৭০ ভাগ পণ্য খালাস হতে পারলে বাকি ৩০ ভাগে অসুবিধা কোথায়। তিনি বলেন, সিস্টেম রেডি, আমাদের কোথাও না কোথাও সমস্যা আছে বলে করতে পারছি না।