রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী রোহান (১৪) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সে দগ্ধ হয়েছিল।
সোমবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের দিন রোহানকে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাকে নিয়মিত ফলোআপে থাকতে হবে বলে জানানো হয়। উল্লেখ্য মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১০ জন শিক্ষার্থী উক্ত বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।