পঁচা তেতুল ও পঁচা বরই আচার সংরক্ষণের দায়ে ২টি আচার কোম্পানীকে ৩ লাখ টাকা জরিমানা

বুধবার ২৭ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের পক্ষ থেকে নগরীর রিয়াজউদ্দিন এলাকায় রহমতুন্নেছা রোড এর মেসার্স নাছির ব্রাদার্স এবং আজমির ট্রেডিং নামক আচার কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা তেতুল ও পঁচা বরই আচার সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত রুমে আচার মজুদ করা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থ ইত্যাদি অসঙ্গতি দেখে
নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৯ অনুযায়ী মেসার্স নাছির ব্রাদার্স কে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় এবং আজমির ট্রেডিং কে ১ (এক) লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম ।