নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে বন্দর নগরী চট্টগ্রামে অভিযান চালিয়েছে র্যাব-৭। এতে একটি পলিথিন উৎপাদন কারখানাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে,সে সাথে দুটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে নোটিশ ।
চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জনান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় র্যাব সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনার নেতৃত্বে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালায়। এতে দেখাযায়, জিলানি প্লাস্টিক কোম্পানি নামে একটি কোম্পানী অবৈধ এবং অনুমোদনহীন স্বচ্ছ প্লাস্টিক উৎপাদন করছে। তাকে আগেও একবার সতর্ক করা হয়েছিল। তাই একই অপরাধ দ্বিতীয়বার করায় ম্যাজিট্রেট ২ লাখ টাকা জরিমানা করেন। সে সাথে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্লাস্টিকের কারখানা করায় কবীর এন্টারপ্রাইজ ও নূর ট্রেডিং নামে আরো দুটি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়। নির্ধারিত তারিখে পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে জবাব দেয়ার আগ পর্যন্ত উক্ত কারখানা ২টি বন্ধ রাখারও নির্দেশ দেন নির্বাহী ম্যাজিট্রেট।