পরিকল্পিত গনরায়ণ করতে হলে একটি উচ্চতর প্রকৌশল পরিকল্পনা বিভাগ সৃষ্টি করতে হবে — বেলা আয়োজিত সভায় বক্তারা

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত চট্টগ্রাম মহানগরের অপরিকল্পিত নগরায়ণ শীর্ষক এক সভায় বক্তারা বলেছেন, পরিকল্পিত গনরায়ণ করতে হলে সিডিএ, সিটি কর্পোরেশন, বন্দর, ওয়াসার সমন্বয়ে একটি উচ্চতর প্রকৌশল পরিকল্পনা বিভাগ সৃষ্টি করতে হবে। সে সাথে আধুনিক পরিবেশ সম্মত শহর হিসাবে গড়ে তুলতে হলে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তা এক ছাতার নিচে থেকে বাস্তবায়ন করতে হবে।
চবির অধ্যাপক পরিবেশ বিজ্ঞানী ড. শফিক হায়দারের সভাপতিত্বে ও বেলার প্রোগ্রাম অ্যান্ড ফিল্ড কোর্ডিনেটর এ এম এম মামুনের সঞ্চালনায় কি নোট স্পিকার ছিলেন স্থপতি জেরিনা হোসেন। বক্তব্য রাখেন, হালদা নদী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, বেলা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন রুবা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক সাবরিনা সুলতানা, প্রকৌশলী সুভাষ বড়য়া, চুয়েটের ফ্যাকাল্টি অব সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং ডিন মোঃ রাশেদুল হাসান , ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহীন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালিদ, সাংাবাদিক চৌধুরী ফরিদ, সাংবাদিক আলীউর রহমান সহ অন্যরা।
বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরীকে আগামী ৫০ বছরে নগরীর কোথায় কত মানুষের বসবাস হবে, ফুটপাত কোথায় থাকবে পাবলিক ট্রান্সপোর্ট কত থাকবে ট্রাফিক সিস্টেম কিভাবে নিয়ন্ত্রন করা হবে তা নির্দিষ্ট করে শতভাগ নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে।