কর্ণফুলী আবাসিকে পানি সরবরাহের জন্য সিডিএ কে ৬২ লক্ষ টাকা দিলো ৪০ জন প্লট মালিক

কর্ণফুলীর দক্ষিণে সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির দীর্ঘদিন ধরে চলমান পানিসংকট নিরসনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে ৪০ জন প্লট মালিক ৬২ লক্ষ টাকা সার্ভিস চার্জ পে অর্ডার জমা দেন । সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের হাতে প্লট মালিক সমিতির নেতৃবৃন্দ এসব পে অর্ডার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন । অনতিবিলম্বে বাকী প্লট মালিকগণও তাদের প্লট প্রতি ৪০ হাজার টাকার সার্ভিস চার্জ জমা দেয়ার প্রতিশ্রুতি দেন । সিডিএ কর্ণফুলী মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান সমিতির পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যানকে মৃত প্রায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় আন্তরিক ধন্যবাদ জানান । এ সময় সিডিএ চেয়ারম্যান বলেন , দৃষ্টিনন্দন প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে । তিনি আরো বলেন, ভান্ডারজুড়ি প্রকল্পের পানি পেতে ৫১৯ টি প্লট মালিকরা হকদার । উক্ত প্রকল্পে ওয়াসা ৫০ লাখ লিটার পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা, অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যে পানি সরবারহের কার্যক্রম শুরু করবে ওয়াসা । সভায় সিডিএ কর্মকর্তা চট্টগ্রাম ওয়াসা এবং প্লট মালিক কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার সহযোগিতায় পাইপলাইন সম্প্রসারণ ও সংযোগ কার্যক্রম গ্রহণ করা হয় । সিডিএ’র মাধ্যমে রাস্তাঘাট, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নের ব্যাপারেও সিডিএ চেয়ারম্যান ঘোষণা দেন ।
সভায় সিডিএ চেয়ারম্যান নুরুল করিম আরো বলেন, “পানি সরবরাহের এই চুক্তি শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তবায়নের মাধ্যমে যেন প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সে লক্ষ্যেই আমাদের অঙ্গীকার। আমরা এই উদ্যোগের সঙ্গে আছি।” চট্টগ্রামের জনগণ যাতে আবসাসন নির্মাণে ও বসবাসে পানির মত মৌলিক সেবায় বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।” সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকেও উক্ত উদ্যোগের প্রশংসা করা হয় এবং এই চুক্তিকে একটি “টাইমলাইন ভিত্তিক অ্যাকশন প্ল্যান”-এর সূচনা হিসেবে বর্ণনা করা হয় । প্লট মালিক সমিতির যে সকল সদস্য এখনও ওয়াসার পানি সংযোগ প্রদানের জন্য কাটা প্রতি ৪০ হাজার টাকা জমা প্রদান করতে পারেন নি তদেরকে অতি সত্বর উক্ত অর্থ জমা প্রদানের জন্য সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক আহ্বান জানান । হস্তান্তরকালে উপস্থিত ছিলেন – সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, সহ সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ইয়াসিন ( সাবেক চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক এড সেলিম চৌধুরী, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট আশীষ কিরণ দাশ, মোঃ ফজলুল করিম, মোঃ শাহবুদ্দিন চৌধুরী, লেঃ কমান্ডার মোজাফফর আহমেদ বিন এন (অবঃ), অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, সামদান কাশেম চৌধুরী, আব্দুস সবুর, মৃণাল কান্তি নাথ রফিক আহমেদ, রোকেয়া আক্তার, সৈয়দ মাহমুদ, মোয়াজ্জেম হোসেন, গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ – এর পক্ষে উপস্থিত ছিলেন সিডিএ তত্ত্বাবধারক প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান, ষ্টেট অফিসার মোহাম্মদ আলমগীর খান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওসমান শিকদার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস প্রমুখ ।
এই চুক্তির মাধ্যমে কর্ণফুলী আবাসিক এলাকার শত শত প্লট মালিকের দীর্ঘ ৩৩ বছরের নাগরিক দুর্ভোগ লাঘবের দ্বার উন্মুক্ত হয়েছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।উল্লেখ্য প্লট মালিকদের কাটা প্রতি ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান (অর্থায়নে) ওয়াসার উক্ত সংযোগ প্রদান করা হচ্ছে ।