লালদীঘি মাঠে উত্তর বন বিভাগের ১৫ দিনের বৃক্ষ মেলা শেষ: একই ভ্যানুতে কাল বুধবার থেকে সিটি কর্পোরেশনের শুরু

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ শ্লোগানে চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগ আয়োজিত ১৫ দিন ব্যাপী বৃক্ষ বৃক্ষমেলা শেষ হয়েছে। তবে ক্রেতা এবং স্টল মালিকদের অনুরোধে বৃক্ষ মেলার সময় আরো ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস, এম, কায়চারের সভাপতিত্বে¡ সমাপনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম, ফরেস্ট্রী সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন সহ অন্যরা । এ বারের মেলায় ১৫দিনে ১লাখ ৩০ হাজার চারা বিক্রি করা হয়, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।