সাংবাদিক হেলাল সিকদারের পিতার মৃত্য : শুক্রবার বাদ আসর রাউজানের নোয়াজিষপুর ফতেহনগর গ্রামে জানাজা : সিইউজের শোক

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক আজকের পত্রিকার ফটো জার্নালিস্ট মো.হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদার ইন্তেকাল কারেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুফিজুল হক সিকদার (৮৫) সম্প্রতি বাসায় পড়ে গিয়ে তাঁর হাঁড় ভেঙ্গে যায়, তাঁকে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। একটু ভালো হলে বাসায় নেয়া হয়। বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়লে আবারো চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট ) রাত সাড়ে নয়টার দিকে (সিএমওএসএইচএমসি) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন মুফিজুল হক সিকদার।

শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের
ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সিইউজের শোক :
ফটো জার্নালিস্ট মো. হেলাল সিকদারের পিতা মুফিজুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক শোক বার্তায় সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সাংবাদিক হেলাল সিকদারের পিতার
মৃত্যুর ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাঁর পরিবারের সদস্যদের যেন শোক সহ্য করার শক্তি দেন এ কামনা করেন সিইউজে নেতৃবৃন্দ।