চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ ও বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কর্ণফুলী নদীর তীরে ফিরিঙ্গী বাজারস্থ ব্রিজঘাট চত্বরে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এ বিজয় সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, নুরুল আনোয়ার চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু সহ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন গনতন্ত্রের পথ সুগম হয়েছে। প্রধান উপদেষ্ঠা আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সুতরাং এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই, বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে জেলার প্রতিটি ঘরে ঘরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিয়ে ধানের শীষে ভোট চাওয়া শুরু করার আহবান জানান। পরে আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল শহরের ফিরিঙ্গি বাজার, কোতোয়ালী হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয় । এই বিজয় সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজার হাজার নেতা কর্মী অংশনেন ।