জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নানা কর্মসূচী

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে রোববার সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ একরাম হোসাইন, বেসরকারী পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রেজাউল করিম, ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউসুফ, এনডিএফ চট্টগ্রাম শাখার সেক্রেটারি ও স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বয়ক ডাঃ মোঃ ইরফান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের রেজিস্টার ডাঃ মুবিন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রিজিয়া সুলতানা ও নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা।
এতে উপস্থিত ছিলেন, জেলার ১৫ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, জুনিয়র কনসালটেন্টবৃন্দ, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারবর্গ, আহত জুলাই যোদ্ধাগণ, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদানকারী বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি, জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারী ডাঃ ইরফান চৌধুরী।