চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়াতে এসে সোনা পাহাড়ের মেলখুম কূপে পড়ে মারা গেছে ২ পলিটেকনিকের শিক্ষার্থী। বুধবার বিকেলে নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন, গালিব ও হৃদয়। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ফেনী থেকে ৩ বন্ধু বেড়াতে আসে মীরসরাই এলাকায়। স্থানীয় আরো ২ জন সহ ৫ যুবক এক সাথে বেড়াতে যায় মেলখুম নামের একটি পাহাড়ী কূপে। সে খানে তারা দূর্ঘনায় পড়েযায়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। এরই মধ্যে স্থানীয়রা ৩ যুবককে আহত অবস্থায় উদ্ধার করে এবং বুধবার বিকেলে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করে য়ায়ার সার্ভিসের কর্মীরা।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুর আড়াইটায় গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করাহয়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।