চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার চার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।রোববার (২৭ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন।

গ্রেপ্তার চারজন হলেন—নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত শুক্কুরের ছেলে মো. রহিম (৩৯), সীতাকুণ্ড থানার গুলিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. হাসান (২৫), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের সামসুর রহমানের ছেলে তাওহিদুল ইসলাম (২৩) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সনমান্দি গ্রামের সুমন আলীর ছেলে মো. শাহ জালাল (২৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের বাকলিয়ার সাকিব হত্যা মামলার পলাতক আসামি মো: রাহিমকে মহানগরীর বাকলিয়ার লতিফের হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ হাসানকে মহানগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার দস্যুতা মামলার আসামি শাহ জালালকে চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল এই আসামি।

র‍্যাব-৭ এর পৃথক আরেকটি অভিযানে গ্রেফতার হয়েছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ধর্ষণ মামলার আসামি মোঃ তাওহিদুল ইসলাম। তাকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানাধীন লেমুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।