নরমাল ডেলিভারির মা্ধ্যমে এক সঙ্গে পাঁচ শিশুর জন্ম দিয়েছেন নাহিদা আকতার রিক্তা নামে এক নারী।এদের মধ্যে দুইজন ছেলে ও তিনজন মেয়ে। তবে জন্ম দেয়া পাঁচ শিশুর মধ্যে ৪ জনের অবস্থা ভালো না। এদের মধ্যে এক শিশুর ওজন হয়েছে এক কেজি ৫০ গ্রাম। বাকি সবাই এক কেজির নিচে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।
গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩২নং ওয়ার্ডে ঘটনা ঘটেছে। রিক্তা ও প্রবাসি আশরাফুল আলম দম্পতির বাড়ি ফেনী জেলার ১০ নম্বর গোপাল ইউনিয়নে। এ দম্পতির আগে থেকেই পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পাঁচ শিশুর জন্মের খবর শুনে সুদূর আরব আমিরাতের দুবাই থেকে ছুটে আসেন প্রবাসি আশরাফুল আলম। তিনি বলেন, ‘আমার সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি আরও জানান, ‘তিন মেয়ে শিশুর অবস্থা ভালো নয়। তবে চিকিৎসকরা যথেষ্ট যত্ন নিচ্ছেন। সন্তানেরা যেন ভালো চিকিৎসা পায়, সেই প্রত্যাশা করছি। শিশুগুলোর সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে চমেক হামপাতালের চিকিৎসকরা জানান, পাঁচটি শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা ভালো না। শুধুমাত্র একজন শিশুর ওজন হয়েছে এক কেজি ৫০ গ্রাম। বাকি সবাই এক কেজির নিচে।