চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে হারিয়ে যাওয়া তিনটি পাসপোর্ট ফিরে পেয়েছেন দুবাই প্রবাসী নুরুল আমিন।
আজ বুধবার বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাসপোর্টগুলো তাঁকে ফিরিয়ে দেন বিমানবন্দর কতৃপক্ষ। প্রবাসী নুরুল আমিন রাউজান উপজেলার গহিরার দলই নগর গ্রামের বাসিন্দা।
এদিকে হারানো পাসপোর্ট ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নুরুল আমিন। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের যাত্রীবান্ধব সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, প্রবাসী নুরুল আমিন মূলত মায়ের জানাজায় অংশ নিতে তাড়াহুড়ো অসাবধানতাবশত তার পাসপোর্টগুলো পার্কিং এলাকায় রেখে যান। সৌভাগ্যক্রমে, আমাদের টহল টিম সেগুলো খুঁজে পায় এবং যথাযথ যাচাই-বাছাই শেষে ফেরত দেওয়া হয়।
জানা গেছে, ১১ মার্চ মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে প্রবাসী নুরুল আমিন তড়িঘড়ি দেশে ফেরার ব্যবস্থা করেন। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দ্রুত বের হওয়ার চাপে ভুলে যান তার তিনটি (এর মধ্যে দুটি পুরনো) পাসপোর্ট! বিমানবন্দরের যাত্রী পার্কিং এলাকায় থাকা ট্রলিতেই রেখে চলে এসেছেন।
কিন্তু ভাগ্যক্রমে, বিমানবন্দরের নিয়মিত টহলরত দল ট্রলিটিতে পড়ে থাকা পাসপোর্টগুলো খুঁজে পান। এগুলো দ্রুত সহকারী নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহীমের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পাসপোর্টে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে নিশ্চিত হয় মালিকের পরিচয়। এরপর আজকে পাসপোর্টগুলো ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে।