জঙ্গি অর্থায়নের অভিযোগের মামলায় আইনজীবী ফারজানাসহ ৪২ আসামি খালাস

চট্টগ্রামে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা থেকে বিএনপি নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৪২ আসামি খালাস পেয়েছেন।

সোমবার (১০ মার্চ) চট্টগ্রাম সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান এ রায় দেন।

মামলায় অভিযুক্তদের অন্যতম কয়েকজন হলেন- মনিরুজ্জামান ডন, মোবাশ্বের হোসেন সামাদ খান, আব্দুল খালেক, আমিনুল ইসলাম হাজমা, হাবিবুর রহমান, নাসির হোসেন, রাবিক হাসান, মোহাম্মদ সামছুদ্দিন ও মোজাহের হোসেন মিয়া।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী বরাত চৌধুরী জানান, জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রে অস্ত্র উদ্ধার ও অর্থ সহায়তায় ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বিএনপি নেত্রী শাকিলা ফারজানাসহ ৪২ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিরা আদালতে হাজির ছিলেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, ‘এটি ছিল মিথ্যা সাজানো মামলা। এ মামলায় আমি ১০ মাস জেল খেটেছি। ৬ বছর দেশের বাইরে থেকেছি। ১০টা বছর জঙ্গি অপবাদ বইতে হয়েছে। আল্লাহর রহমতে এ বদনাম থেকে খালাস পেয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ।’

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ে মাটির নিচে পুঁতে রাখা সাতটি প্লাস্টিকের ড্রাম থেকে অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। সেসব অস্ত্র কিনতে অর্থ যোগানোর সংশ্লিষ্টতা পেয়ে ওই বছরের ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে আইনজীবী লিটন ও বাপনসহ গ্রেফতার হন শাকিলা।

এর আগে, হাটহাজারীর আরেক জঙ্গি সংক্রান্ত মামলা থেকেও শাকিলা ফারজানাকে খালাস দিয়েছেন একই আদালত।