সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুল ছাত্রী।

শনিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে সীতাকুণ্ডের মুরাদনগরে গুলিয়াখালী বিচের কেওড়া বন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে তার এক ছেলে বন্ধু এবং তিন ছোট মামাত ও চাচাত ভাইয়ের সঙ্গে গুলিয়াখালী বিচে বেড়াতে গিয়েছিলেন। এসময় এক যুবক মেয়েটির পথ আটকে সৈকত সংলগ্ন বনের দিকে হাত ধরে টেনে নিয়ে যায়। পরে ওই যুবকের সঙ্গে বনের মধ্যে আরও তিন যুবক যোগ দেন। মেয়েটির চিৎকারে তার সঙ্গে থাকা তিনজন পিছু নিয়ে বনের মধ্যে গেলে এক পর্যায়ে মেয়েটিকে জোরপূর্বক আটকে রাখা যুবকেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বলেন, ওই স্কুল ছাত্রী থানায় বসে ’যৌন নির্যাতনের‘ অভিযোগ করলেও ধর্ষণের বিষয়ে বলেনি। তারপরও তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার তদন্তে পুলিশের কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে।

এদিকে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, স্থানীয়দের অনেকেই স্কুল ছাত্রী ধর্ষিত হবার কথা বললেও সে পুলিশের কাছে হয়ত বলেননি। তারপরও ওই ছাত্রীর সঙ্গে কী ঘটেছে তা জানতে তদন্তের পাশাপাশি মেডিকেল পরীক্ষাসহ প্রয়োজনীয় সব করতে পুলিশকে বলা হয়েছে।