চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তুা ভরে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন- মো. ছৈয়দুল আলম (৬০), মো. ইদ্রিস (৬৫) ও মো. সোহেল (৩০)। তারা চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, অটোরিকশায় তল্লাশি চালিয়ে গ্রেফতার তিন জনের হেফাজত থেকে তিনটি বস্তা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বস্তা থেকে ১৩৫টি শালিক, আরেকটি থেকে ৪২২টি চড়ুই ও তৃতীয় বস্তা থেকে ১৪০টি বাবুইসহ মোট ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর থেকে পাখি মারা চক্রটিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার তিনজন আনোয়ারার ইছামতী নদীর তীরসহ আশপাশের এলাকা থেকে পাখিগুলো শিকার করেছেন। এরপর সেগুলো জবাই করে হত্যা করেন। গত (মঙ্গলবার) রাতে সেগুলো নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। শহরে বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় বিক্রির জন্য সেগুলো সরবরাহ করার কথা ছিল। বিক্রির আগে সেগুলো ড্রেসিং করা হয়, এরপর রান্না করে বিভিন্ন নামে পাখির মাংস হিসেবে বিক্রি করা হয়।