চট্টগ্রামের বোয়ালখালীতে রোজী আকতার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড জমাদারহাট এলাকার এক ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোজী আকতার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।
বোয়ালখালী থানার এসআই মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসার এক কক্ষের খাটের ওপর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার জানান, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে