সিএনজি থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে বাঁশখালীতে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার প্রধান সড়কের চেচুরিয়ার বৈলছড়ী ইউনিয়নের হাবীবের দোকানের দক্ষিণে এ ঘটনা ঘটে । নিহত তরুণী মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নাছির উদ্দীনের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সকালে চট্টগ্রাম শহর থেকে মহেশখালীর উদ্দেশে ছেড়ে আসা সিএনজি ট্যাক্সির যাত্রী ছিল মনিকা বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া হাবীবের দোকান এলাকায় এসে পৌঁছালে সিএনজি থেকে ছিঁটকে পড়া মনিকা অপরদিকে বাঁশখালী ছেড়ে যাওয়া চট্টগ্রাম শহরমুখী বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান ওই কিশোরী।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারর করে থানা মর্গে রাখা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|