করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। যাদের সকলেই নগরের অধিবাসী। আক্রান্তের সংখ্যা গত ক’দিনের তুলনায় কিছুটা কমলেও সংক্রমণের হার কমেনি। বেড়েছে আগের দিনের চেয়ে আরও ১০ শতাংশের বেশি।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও ৪৫১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ৷ যদিও আগের দিন এ হার ছিল মাত্র ২৫ শতাংশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ৬টি আরটিপিসিআর ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে ৪৫১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরমধ্যে নগরের ২৩৭ এবং উপজেলার ২১৪ জন রয়েছে৷ এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ২৬১ জনে এসে দাঁড়িয়েছে৷ আর মৃত্যু রোগীর সংখ্যা ৮৬৮ জনে এসে দাঁড়িয়েছে।