বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, ততবার জিয়া পরিবারই উদ্ধার করেছে। বাংলাদেশীদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে জিয়া পরিবার। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে কোনোদিন এদেশে আসতে না পারে, সেজন্য।
আজ সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি ষোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করতে এ সমাবেশ করা হয়েছে।
মীর হেলাল বলেন, কতটুকু উদার হলে ৩১ দফায় তিনি বলেছেন দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা আমাদের বুঝতে হবে। শিক্ষক-চিকিৎসকসহ পেশাজীবীরাও যাতে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন, সেজন্য তিনি দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছেন। বেকারদের জন্য বেকার ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়ালে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মীর হেলাল।
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহমতুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, দলের হাটহাজারী উপজেলার আহবায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াসউদ্দিন, পৌরসভার আহবায়ক জাকের হোসেন।