রাঙ্গুনিয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে স্বামী মো. হাসান ওরফে শাহ আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জরিনা বেগমের (২৪) ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দম্পতির আসল বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদুর মাইনি এলাকায় হলেও তারা ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে হাসান তার স্ত্রী জরিনাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর সে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতর তাদের ৩ বছর বয়সী ছোট ছেলে জাহিদুল ইসলাম কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এসে তালা ভেঙে জরিনার মৃতদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  এ ঘটনায় হত্যা মামলা রুজু করে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের ভাই আব্দুল খালেক অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো হাসান। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে।