আবেদন ফি কমানোসহ ৯ দফা দাবিতে মানববন্ধন চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিল, চাকসু নির্বাচন ও নির্মিত হলে আসন বরাদ্দসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা অনেক কষ্ট করে আবেদন করে। এখানে ১ হাজার টাকা আবেদন ফি কোনোভাবেই যৌক্তিক না। আমরা মনে করি ২০০ টাকা করলেই হয়। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই। আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে, এখানে প্রশাসন যদি ফি না কমিয়ে ১ হাজার টাকায় রাখে আমরা আরও কঠোর আন্দোলন ঘোষণা করব।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো : ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করতে হবে, বন্ধ হলগুলোয় শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুটি হল নির্মাণ করতে হবে, ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্তহামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আরিফ মঈনুদ্দিন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের আবির বিন জাবেদ, ইংরেজি বিভাগের জালাল উদ্দীন মিজবাহ, মার্কেটিং বিভাগের আজাদ হোসেন, সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওয়ালিদুর রহমান রাফিজ, সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জশদ জাকির, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফারুক হোসেন।