চবিতে আওয়ামীপন্থী আইন বিভাগের শিক্ষককের উপর মব হামলার অভিযোগ, প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা

চবি নিউজ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের এক আওয়ামীপন্থী শিক্ষকের ওপর মব হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হলেন আইন অনুষদের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় চাকসুর কয়েকজন প্রতিনিধি আইন অনুষদে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে ওই শিক্ষক পেছনের পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কিছু শিক্ষার্থী তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, হাসান মুহাম্মদ রোমান শুভ ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন এবং পতিত আওয়ামী সরকারের সময় ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, অভিযুক্ত শিক্ষক পূর্বে সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন এবং নীল দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি বলেন, “পতিত আওয়ামী সরকারের সময়ে তিনি ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত ছিলেন—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে।”
প্রক্টর আরও জানান, ঘটনার পরপরই তাঁকে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসে নিয়ে আসা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে কথা বলছেন বলে জানিয়েছেন প্রক্টর।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের কথা জানানো হয়েছে।