চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ -চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ডোপটেস্টের স্লিপসহ বৃহস্পবিার রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নিয়েছেন নির্বাচন কমিশন। সর্বমোট মনোনয়ন জমা পড়েছে চাকসুতে ৪শত ২৯টি এবং ছাত্র হলে ৩শ৫৬টি ও ছাত্রী হলে ১শ৪৬টি মিলে ৯শ৩১টি। এদিকে শেষ দিনে উৎসবের আমেজে মনোনয়নপত্র জমাদিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেছেন ।
আগামী ১২ অক্টোবর বহুল প্রত্যাশিত চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃস্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে “জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরে সম্প্রীতির শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ , গনতান্ত্রিক ছাত্র সংসদ, বৈচিত্র্যের ঐক্য পর্ষদ” নামে বিভিন্ন সংগঠন প্যানেল ঘোষনা করেন। এর আগে বাম ছাত্র সংগঠনের ‘দ্রুহ পর্ষদ, ইসলামী ছাত্র সেনার অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা করেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম- ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করেন।
এদিকে মনোনয়নপত্র জামাদানের শেষ দিন রাত ৮টা পর্যন্ত মোট ৯শত ৩১টি মনোনয়ন ফরম জমা পড়েছে। আগামী রোববার যাচাই বাছাই এবং ২২ শে সেপ্টেম্বর সোমবার প্রাথমিক তালিকা প্রকাশের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন । ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ শে সেপ্টম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করাহবে। ২৭ হাজার ৬শত ৩৪ জন শিক্ষার্থী ভোটার নিয়ে আগামী ১২অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর প্রত্যাশিত ভোট গ্রহণ।