আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত: রাত ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ২নং গেট এলাকায় রয়েছে ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় জোবরা গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষের ঘটনায় আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি’র পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আজ রাত ১২ঃ০০ টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ২নং গেট এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এদিকে সংঘর্ষ পরবর্তীতে ক্যাম্পাসো ও দু নম্বর গেট এলাকায় মোতায় রয়েছে যৌথ বাহিনী, দিচ্ছে তারা টহল। গতকাল রাতে যৌথ বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক সংখ্যাটা এখনো প্রকাশ করেনি ।
গতকাল শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের পর পুরো এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার সাংবাদিকদের জানান,
এ ঘটনায় প্রায় চার শো শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আরো তিনজনকে আইসিইউতে চট্টগ্রামের বেসরকারি কয়েকটি হাসপাতালে রাখা হয়েছে । আহতদের চিকিৎসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার বহন করছে বলে জানান তিনি। সংঘর্ষ চলাকালে হাটহাজারী থানা পুলিশ থেকে কোন সহযোগিতা পায়নি বলে আবারো অভিযোগ করে চবি প্রশাসন।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।