নগরীর প্রবর্তক মোড় এলাকার কেবিএস প্লাজায় এসি বিস্ফোরণে তৌহিদুল আলম নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় মোহাম্মদ গফুর নামে আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে মিমি সুপার মার্কেটের পাশের মার্কেট কেবিএইচ প্লাজায় এ ঘটনা ঘটে। তৌহিদ মেক্স কনস্ট্রাকশনের আইটি কর্মকর্তা বলে জানা গেছে।
তৌহিদুল আলমের খালাতো ভাই শহীদুল আলম চৌধুরী বলেন, মিমি সুপার মার্কেট থেকে শপিং শেষে দাঁড়িয়েছিলো আমার তৌহিদ। এরপর ওখানে কিভাবে কি বিস্ফোরণ হয়েছে আমরা জানি না। ওর একটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে এসেছি।’
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, মিমি সুপার মার্কেটের পাশের কেবিএইচ প্লাজায় একটি এসি বিস্ফোরিত হয়ে দুইজন আহত হয়েছে। আমরা দুইজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এরমধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে চলে গেছেন তার পরিবার। অন্যজনের নাম গফুর। তিনি ওই মার্কেটেই কাজ করতেন। জুমার নামাজের আগে ঘটনাটি ঘটায় বিস্তারিত জানতে সময় লাগছে। সবাই বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে এসি বিস্ফোরণ হয়েছে।