দেশে লিভার রোগ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছে। প্রতি ৩জনে ১জন ফ্যাটি লিভার এবং ৪জনে একজন ক্রনিক হেপাইটিস বি ও সি রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হেপাটোলজি বা লিভার চিকিৎসার বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে।
হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল বরকত মুহম্মদ আদনানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন । বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, এই ওয়ার্ড প্রতিষ্টার প্রধান উদ্যোক্তা লিভার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ সহ অন্যারা।
প্রধান অথিতির বক্তব্যে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম অঞ্চলে হেপাটাইটিস-বি ও সি সংক্রমণ, অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ, অতিরিক্ত এলকোহল সেবন ও ফ্যাটি লিভারের কারণে লিভারজনিত জটিলতা বাড়ছে। ফলে বিশেষায়িত নতুন ইনডোর ইউনিট চালুর মাধ্যমে চমেক হাসপাতালে লিভার চিকিৎসায় এক নতুন অধ্যায় রচিত হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি এই সফল উদ্যোগকে সাধুবাদ জানান এবং আশা করেন পর্যায়ক্রমে সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এটি পুর্নাংগ ইউনিটে উন্নীত হবে । তিনি জটিল এবং ব্যায়বহুল লিভার রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধের উপর গুরুত্ব দেন ।
অন্ষ্ঠুানের শুরুতে মুল বক্তব্যে হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ২০০৯ সালে চমেক হাসপাতালে হেপাটোলজি বিভাগের কার্যক্রম শুরু হলেও প্রয়োজনীয় স্থান সংকুলান এবং জনবলের অভাবে তা এতদিন শুধুমাত্র আউটডোর সেবায় সীমাবদ্ধ ছিল। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেখানে চিকিৎসা নিতেন। এতদিন কিছু রোগীকে অন্য ওয়ার্ডে রেখে সেবা দিলেও ওয়ার্ডটিতে ভর্তি সুবিধা না থাকায় অধিকাংশ জটিল রোগীকেই অন্যত্র রেফার করা হতো। তিনি বলেন চট্টগ্রামে লিভার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে আর রোগীদের সার্বিক অসুবিধা লাগবের উদ্দ্যেশে প্রাথমিকভাবে পাঁচ শয্যা নিয়ে ইনডোর ইউনিটের কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহন করা হয়। এতে এখন থেকে লিভার সিরোসিস, হেপাটাইটিস, লিভার এবসেস, লিভার ক্যানসার , লিভার ফেইলিউরসহ জটিল লিভারজনিত রোগীরা ভর্তি হয়ে বিশেষায়িত ও নিবিড় চিকিৎসা নিতে পারবেন। তিনি আরো বলেন অচিরেই অন্তবিভাগের পরিসর বৃদ্ধি করে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং যন্ত্রপাতি সরবরাহ করা হলে আরও বেশি সংখ্যক জনসাধারণ লিভারের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেতে পারেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন সরকারের সীমিত সম্পদের মাঝেও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি । দীর্ঘ দিন পর হলেও আজ লিভার বিভাগের অন্ত:বিভাগ চালু হল এবং পর্যায়ক্রমে এটির পরিষর ও জনবল বৃদ্ধি করে এটিকে পুর্নাংগতা প্রদানে সরকারের সহযোগিতা প্রত্যাশা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন পর লিভার বিভাগের অন্তবিভাগ চালু হওয়ায় চট্টগ্রামবাসীর লিভারের চিকিৎসায় কিছুটা হলেও দুর্ভোগ কমবে । তবে তিনি দ্রুত এর পরিসর বাড়ানোর তাগিদ দেন ।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের হেপাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা মো: শাহীনুল আলম এক ভিডিও বার্তায় চট্টগ্রামের জনগনের চিকিৎসা সেবায় হেপটোলজী বিভাগের এই উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানান এবং এই বিভাগের পরিসর বৃদ্ধির মাধ্যমে জনসাধারণের অধিকতর স্বাস্থ্য সেবা নিশ্চিতের আহ্বান জানান । তিনি সরকারের নতুন নীতিমালার আলোকে চট্টগ্রামে একটি লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের তাগিদ দেন ।
হেপাটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাহউদ্দিন সকলকে উপস্থিত হয়ে উক্ত নতুন যাত্রার সাক্ষি হওয়ার এবং স্মরনীয় করে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।