“চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ প্রতিষ্ঠান জাতির গর্ব— মেয়র শাহাদাত

 চট্টগ্রাম মেডিকেল কলেজ গৌরবের ৬৮তম  ডে উদযাপন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এ প্রতিষ্ঠান জাতির গর্ব। এই কলেজ থেকে যে সব কৃতি চিকিৎসক বের হয়েছেন, তারা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আগামী প্রজন্মের চিকিৎসকদের দেশপ্রেম, সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতায় গড়ে ওঠার জন্য এই প্রতিষ্ঠান সবসময় অনন্য ভূমিকা পালন করবে।”
তিনি আরো বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের চিকিৎসা খাতের এক অমূল্য সম্পদ। চিকিৎসা সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবা। চিকিৎসকরা যেন রোগীর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অধ্যবসায়, জ্ঞান ও গবেষণার মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শনিবার ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ গৌরবের ৬৮তম ডে উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। এসব কর্মসূচীতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, প্রফেসর ডা. মঞ্জুরুল ইসলাম, প্রফেসর ডা. ইমাম উদ্দিন, প্রফেসর ডা. এস. এম. তারেক, প্রফেসর ডা. জসিম উদ্দিন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. তমিজ উদ্দিন আহমেদ, প্রফেসর ডা. মোহাম্মদ আলী, প্রফেসর ডা. মাইন উদ্দিন, প্রফেসর ডা. হাসানুজ্জামান, প্রফেসর ডা. অজয় দেব, প্রফেসর ডা. আবদুস সাত্তার, প্রফেসর ডা. তাজিন সুলতানা, ডা. তনুজা তানজিন, ডা. মো. আবু নাসের, ডা. ফয়েজুর রহমান, ডা. মাহমুদুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. কামরুল হক, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. এস. এম. সরোয়ার আলম, ডা. ইমরোজ উদ্দিন, ডা. তানভীর হাবিব তান্না প্রমুখ।