ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার দায়িত্ব নয়, জনগনের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন । এতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন শহর প্রতিষ্ঠায় নিশ্চিত করতে হবে।
তিনি সোমবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতার সচেতনতামূলক প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন রাখি-চট্টগ্রাম নগরী’ এই শ্লোগানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা – সিআইইউ এবং ইয়ং ওয়ান কর্পোরেশনের যৌথ আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচি শুরু করাহয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ভালো হয় না। জরিমানা শুরু করলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় আমরা একটা মানসম্মত উন্নয়ন দেখতে পাবো। মানুষ ইচ্ছেমতো যেখানে সেখানে বর্জ্য ফেলবে, আর সিটি করপোরেশন সারাদিন পরিষ্কার করতে থাকবে, এটা সম্ভবনয়। চট্টগ্রাম আমাদের দেশের একটা ইউনিক শহর। এখানে একটা সচেতন নাগরিক সমাজ আছে। এ নাগরিক সমাজ একেবারে প্রাণবন্ত এবং দায়িত্বশীল। তারা দায়িত্ব নিয়ে কাজ করেন।
তিনি বলেন, সিটি কর্পোরেশনকেও নিজেদের আয় বাড়াতে হবে। সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স, ব্যবসা বিকাশসহ নানাখাতে আয় বাড়াতে পারে।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন , ইয়ং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও মি. কিহাক সুং, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, কোরিয়ান ইপিজেডের এমডি মো: শাহাজান, সিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক।
অনুষ্ঠানে নগর পরিচ্ছন্নতা বিষয়ে একটি প্রাঞ্জল ধারণাপত্র উপস্থাপন করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট ও চেরাগি মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।