চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার:
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদ সদস্যদের শপথ পাঠ করান চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।
১৪টি হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান স্ব-স্ব হলের প্রভোস্টবৃন্দ।
🎓 উপাচার্যের বক্তব্য
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সফলভাবে আমরা চাকসু নির্বাচন সম্পন্ন করেছি। শিক্ষার্থীরাই এই নির্বাচনের প্রকৃত নায়ক—তাদের অংশগ্রহণ ও শৃঙ্খলার কারণেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের মেগা সমাবর্তন ও এখন চাকসু নির্বাচন সম্পন্ন করা হয়েছে শিক্ষার্থীদের স্বার্থে। “বিশ্ববিদ্যালয় একটি সেবামূলক প্রতিষ্ঠান—শিক্ষার্থীদের কল্যাণই আমাদের অগ্রাধিকার।”
🗳️ বিশেষ অতিথিদের বক্তব্য
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, নির্বাচিত প্রতিনিধিদের দাবিগুলো যৌক্তিক ও গঠনমূলক হতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ব্যাহত না হয়।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন,
“চাকসু নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলায়তন ভেঙেছে। এই নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকুক।”
💬 সভাপতির বক্তব্য
প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন,
“প্রায় ৩৬ বছর পর শিক্ষার্থীদের আস্থায় আমরা চাকসু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আজকের শপথ হোক ‘চাকসু টু বাংলাদেশ বিনির্মাণ’। আজকের নেতৃত্ব আগামী দিনে জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখবে।”
🗣️ সাবেক নেতাদের বক্তব্য
অনুষ্ঠানে সাবেক চাকসু নেতৃবৃন্দ — আ. ম. শামসুজ্জামান হীরা, আ. ফ. ম. মাহমুদুর রহমান, এস. এম. ফজলুল হক, মাজহারুল হক শাহ চৌধুরী ও মো. জসিম উদ্দিন সরকার — বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ছাত্র রাজনীতির ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
🧑🎓 নবনির্বাচিত প্রতিনিধিদের বক্তব্য
নবনির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে অধিকার ও প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
🎶 অনুষ্ঠান পর্ব
ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত প্রতিনিধিদের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের সহকারী পরিচালক তাহমিদা খানম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, ওয়ার্ডেন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ চাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।