চাকসু নির্বাচনে তিন দিনে সর্বমোট ১ হাজার ৮৮টি মনোনয়ন পত্র সংগ্রহ : শেষ দিনে চাকসু ভবন ছিল প্রার্থীদের উপচেপড়া ভীড়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে চাকসু ভবন ছিল প্রার্থীদের উপচেপড়া ভীড়। প্যানেল এবং স্বতন্ত্র ভাবে নির্ধারিত সময় পার হবার পরও তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।


বিকাল সাড়ে ৩টাপর্যন্ত সর্বশেষ সময় নির্ধারণ থাকলেও প্রার্থীদের অতিরিক্ত ভিড়ের চাপে রাত আটটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় বৃদ্ধি করেন নির্বাচন কমিশন। তিন দিনে চাকসুতে ৪৮৮টি এবং ১৫টি হলে ৬০০টিসহ সর্বমোট ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র সংগ্রহ করাহয় ।
শেষ দিনে ছাত্রদলের সভাপতি মো: মহসিন, ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমানের উপস্থিতিতে এভং স্বতন্ত্র ভাবে হাজারো প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সেসময় ছাত্র দল সভাপতি নির্বাচন কমিশন নিয়ে তাদের আশংকার কথা জানান। তবে ছাত্রদল – ছাত্রশিবিরসহ বৃহৎ ছাত্রসংগঠন গুলো মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার পর্যন্ত প্যানেল ষোষণা করেনি।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেছেন, চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস সৃস্টি হয়েছে তা এক অভাবনীয় দৃশ্য। ভোটে দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে আশা করেন তিনি। নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল সিদ্দিকী বলেছেন, চাকসু নির্বাচন  নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে উৎসব দেখা দিয়েছে তা  অভাবনীয় ।  আমরা  সম্পূর্ণ  নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি  নির্বাচন উপহার দেবো ইনশাহ আল্লাহ ।

মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ , প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাহবে ২৫ সেপ্টেম্বর। মোট ভোটার ২৭ হাজার ৬শত ৩৪ জন। ভোট উৎসব ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।