চিটাগং ডায়াবেটিক হসপিটাল ডক্টরস এ্যসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল

চট্টগ্রাম ডায়বেটিক হসপিটালের চিকিৎসকদের সংগঠন ‘চিটাগং ডায়বেটিক হসপিটাল ডক্টরস এসোসিয়েশন’র নবগঠিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরের জিইসি মোড়স্থ একটি অভিজাত হোটেলে এ অভিষেক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় নবগঠিত কমিটির পক্ষ থেকে। এর আগে সর্বসম্মতিক্রমে সংগঠনের কমিটি গঠন করা হয়।

এদিকে আয়োজিত জাঁকজমকপূর্ণ এ অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ডায়বেটিক হসপিটালের ৬০ জন নারী ও পুরুষ চিকিৎসকের অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা. আলম মো. শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ডা. কাজী ফারজানা হক।

সংগঠণের চেয়ারম্যান ডা. মো. সলিমুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জয়েন্ট সেক্রেটারি ডা. মো. নেজাম উদ্দিন। সংগঠণের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে তিনি বলেন, হাসপাতালের কর্মপরিবেশ উন্নয়নে এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা আমাদের অন্যতম লক্ষ্য।

 

জানা যায়, চিটাগং ডায়াবেটিক হসপিটাল ডক্টরস এ্যাসোসিয়েশনের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচিত কমিটির প্রতিনিধির সাথে হাসপাতালে কর্মরত চিকিৎসক যাতে সুন্দর ও সুশৃঙ্গলভাবে কাজ করতে পারে, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সামগ্রিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনী সহায়তা প্রদান করা। কিভাবে হাসপাতালের মান উন্নয়ন সাপেক্ষে রোগীদের সুচিকিৎসা প্রদান করা যায় সে ব্যাপারে চিকিৎসকদের মতামতের একটি সুস্পষ্ট অবস্থান তৈরি করতে হবে। কর্মরত চিকিৎসকদের নায্য দাবী দাওয়া প্রাপ্তির জন্য কাজ করবে এ সংগঠন।

এছাড়াও, চিকিৎসকদের মানোন্নয়নে বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করা। গবেষণা নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা এবং দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা।

এছাড়াও সংগঠনটি ডায়াবেটিস ও এর জটিলতা প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যখাতে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করবে বলেও জানান নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. রাশেদা বেগম, ডা. হোসনে আরা বেগম, জয়েন্ট সেক্রেটারি ডা. এম এ মুকিত, ট্রেজারার ডা.এ এস এম হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আহসানুল করিম, অফিস সেক্রেটারি ডা. অনিক দাস, লিগ্যাল অপ্যায়ারস সেক্রেটারি ডা. রাহুল সরকারসহ অন্যান্যরা। এতে ডা. মো. শহিদুল্লাহ কায়সারের সঞ্চাালনায় আরও উপস্থিত ছিলেন, পাবলিসিটি এণ্ড পাবলিক রিলেশন সেক্রেটারি ডা. জুলেখা শামস, সায়েন্টিফিক এণ্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. সুমন রহমান চৌধুরী, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. সুস্মিতা ওমর, কালচারাল এণ্ড এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. সুদীপ্ত নন্দী, ইন্টারন্যাশনাল এফেয়ারস সেক্রেটারি রেজাউল হায়দার চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) নগরের পাহাড়তলীর মোহাম্মদিয়া আরবীয়া মাদ্রাসা ও নূরিয়া আলিয়া এতিমখানায় অর্ধ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে চিটাগাং ডায়াবেটিক হসপিটাল ডক্টরস এসোসিয়েশন।