পটিয়ায় দুই বাসের সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে মো. হামিদ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মনসা হাসপাতাল সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল করিম নামে আরও এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের একটি বাসটি অপর মিনি বাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে সড়কের পাশে জমিতে ছিটকে পড়ে যায়। এসময় ছিটকে পড়া বাসটি দুজন পথচারীর ওপর উঠে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে হামিদ নামে একজন নিহত ও আব্দুল করিম নামে আরেকজন গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে’।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত একজনকে আহত  হাসপাতালে আনা হয়েছে। গুরুতর অঅহত ওই ব্যক্তিকে চিকিৎসক আইসিইউতে রেফার করেন। তবে চমেক হাসপাতালে আইসিইউর বেড খালি না থাকায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.