খাবার বিক্রি ব্যবসায় বিরোধের জেরে নগরীতে যুবক খুন

১৫

ময়লার ভাগাড় থেকে সংগ্রহ করা উচ্ছিষ্ট খাবার বিক্রি ব্যবসায় বিরোধের জেরে নগরীতে জসিম উদ্দীন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরের বন্দর থানার টিজি কলোনি ময়লার ডিপো এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়।

পুলিশ বলছে, আবর্জনার ভাগাড় থেকে ভাত, রুটিসহ খাবারের উচ্ছিষ্ট সংগ্রহ করতেন জসিম উদ্দীন। পরে এই খাবার বিক্রি করতেন বিভিন্ন মাছের খামারে। উচ্ছিষ্ট খাবার সংগ্রহ ও বিক্রির এই ব্যবসার বিরোধ থেকে খুন করা হয় তাঁকে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় ছুরি বসানো হয়েছে। শ্বাসনালী কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে জসিমের মৃত্যু হয়।

তিনি বলেন, মাছের খামারে খাবারের উচ্ছিষ্ট বিক্রির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে জড়িত কয়েকজনকে পুলিশ নজরদারিতে রেখেছে।

জসীমউদ্দীনের চাচা বশির উদ্দীন গণমাধ্যমকে জানান, খাবারের উচ্ছিষ্ট কুড়িয়ে বিক্রি নিয়ে তাঁর ভাতিজার সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে বাসার সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.