সাবেক এমপি লতিফ আরেক মামলায় দুইদিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার চেষ্টা, মারধর ও আহতের মামলায় নগরীর পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজ উদ্দিন বলেন, নগরের কোতোয়ালি থানার মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, রিমান্ডের আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক রোবেল আফ্রাদ উল্লেখ করেন, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড, কিরিচ নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। আর এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।
এ ঘটনায় তিনি ৭৩৫ জনকে এজাহারনামীয় এবং এক হাজার থেকে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সাবেক এমপি লতিফ ওই মামলার ২৩ নম্বর আসামি।
গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় হত্যাচেষ্টার ঘটনায় এই মামলা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.