কমিউনিটি পুলিশিং বিলুপ্ত করে সিএমপিতে ‘সিটিজেনস ফোরাম’ গঠণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির তত্ত্বাবধানে গঠিত ‘কমিউনিটি পুলিশিং’ নাম পাল্টে ‘সিটিজেনস ফোরাম’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। এ নামে এখন সংগঠনটির কার্যক্রম চলবে, যার নতুন কমিটিও গঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে এক অনুষ্ঠানে ‘সিটিজেনস ফোরাম’র উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
সিএমপি কমিশনার বলেন, ‘সিটিজেনস ফোরাম কমিউনিটি পুলিশিংয়ের আরেকরূপ। এর কাজের ব্যাপ্তি আরেকটু বড় পরিসরে হবে। পুলিশিংয়ের উদ্ভব ইউরোপিয়ান কনসেপ্ট থেকে। আমরা যারা এখন পুলিশিংয়ের কাজ করেছি, আগে এগুলো মিলিটারিরা করতো। ইউরোপে বড় বড় বিক্ষোভ প্রশমনের জন্য আর্মি ব্যবহার হতো। আর্মি খুব ইফেক্টিভ রোল প্লে করতে পারে না। কারণ তাদের ট্রেনিং বহিঃশত্রুদের জন্য, নিজের দেশের বিক্ষোভকারীদের দমনের জন্য।’
তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের নতুন করে নাম বলছি সিটিজেনস ফোরাম। থানাভিত্তিক কমিটিগুলো নিজেদের মতো আলাপ-আলোচনা করবে। প্রত্যেক থানায় তাদের বসার ব্যবস্থা থাকবে।’
সিটিজেনস ফোরামের সদস্যদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, ‘ওসিদের সঙ্গে কো-অপারেট করবেন। তাদের বলবেন আপনাদের রিকুয়ারমেন্ট কি ? অবৈধ ট্যাক্সিস্ট্যান্ড, ফলমূলের দোকান, চাঁদাবাজি, চাঁদাবাজ নির্মূল করা- এসব উদ্যোগ আপনাদের মধ্য থেকেই আসা উচিৎ। জনগণ থানা পুলিশের সেবা পাচ্ছে কি না, সেগুলো আপনারা ডিসি-ক্রাইমের মধ্যে সিএমপি হেডকোয়ার্টারকে অবহিত করবেন।
এটা সিটিজেনস ফোরাম, নামটা খেয়াল রাখবেন। এটা পলিটিক্যাল কিছু নয়, অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন ধর্মের, শ্রেণির, পেশার মানুষকে নিয়ে সিটিজেনস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে জনআকাঙ্খার প্রতিফলন যাতে ঘটে, আমরা এটা চাই।’
অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবির, উপ- কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ মশিউল আলম স্বপন ও সদস্য সচিব ডা. আবু নাছের উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.