রাঙ্গুনিয়ায় গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

১২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নিতাই দাস (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নদীর চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের হাসেমখালের মুখ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগের দিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দেওয়ানজীঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যান নিতাই দাস। মারা যাওয়া নিতাই দাস চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য লিপিকা মজুমদার জানান, গত বৃহস্পতিবার দুপুরে দেওয়ানজীঘাট এলাকার কর্ণফুলী নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায় নিতাই দাস। নিখোঁজের পরের দিন একই ইউনিয়নের হাসেমখাল মুখ এলাকায় তার নিথর দেহ ভেসে ওঠে।

 

 

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.