বাজারে স্বস্তি না আসা পর্যন্ত বসে থাকবো না : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, পেঁয়াজের দাম কমেছে। আশা করি আলুর দামও কমবে। যতদিন বাজারে পুরোপুরি স্বস্তি আসবে না আমরা বসে থাকব না।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সেখ বশিরুদ্দিন বলেন, আমরা এক কোটি পরিবারকে সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রির ও ভোক্তা অধিকার অধিদফতরের কার্যক্রমকে আরও ফাংশনালি করতে চাই। বাজার আগে থেকে পজিটিভ স্থানে আছে৷ টিসিবির প্রতিটি ট্রাকে আগে ৩৫০ জনকে কম দামে পণ্য বিক্রি করা হত। সেটাকে আমরা ৪০০ জন করার বিষয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে বলে বিভিন্ন আমদানি করা পণ্যের শুল্ক কমিয়েছি। বাণিজ্যক কাজে সবার সহযোগিতা দরকার।
উপদেষ্টা বলেন, গত ১৫-১৬ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো তিলে তিলে অক্ষম হয়ে গেছে। এখান থেকে বের হয়ে আসতে হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে এবং এর জন্য ট্রেড এনগেজমেন্ট বাড়াতে হবে। সরকার বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণ এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর জন্য কাজ করছে। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের পণ্য রপ্তানি সহজলভ্য করতে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, আগে ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় আমদানি ছিল মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর হাতে। ফলে তারা সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতো। তাই সরকার আমদানির ক্ষেত্রে মনোপলি দূর করার মাধ্যমে যাতে সবাই আমদানি করতে পারে সেই ব্যবস্থা নিয়েছে। একই সাথে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুল্ক এবং এলসি মার্জিন কমিয়েছে সরকার।
চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, সরকার আমাকে চট্টগ্রাম চেম্বারে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব দিয়েছে। সবার সহযোগিতায় সেই দায়িত্ব সুচারুরূপে পালন করতে চাই।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। এছাড়া ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতে কৃষকের হাট বা সুলভ মূল্যের বাজার চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন।
পরে ডিও (ডেলিভারি অর্ডার) প্রথার কেন বাতিল করা হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে আলোচনা করেছি। ডিওর সময় নির্দিষ্ট করার জন্য আমরা আলোচনা করেছি৷ লেনদেনের ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আমাদের লক্ষ্য। সরবরাহে যাতে কৃত্রিম বিলম্ব তৈরি না হয় সেটার দিক দিয়ে আমাদের সবার নজর রাখা উচিত। অনৈতিক কোনো প্রেশার যাতে ব্যবসায়ীদের ওপর না আসে সে দায় দায়িত্ব আমাদের।
বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বক্তব্য দেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান, চেম্বারের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র-জনতা জীবন দিয়েছেন। ৫০ হাজারের বেশি আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।
রাষ্ট্র সংস্কারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রজনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।
রমজান খুব দূরে নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপণ্যের সরবারাহ বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্কও কমিয়েছে সরকার। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের।
ব্যবসায়ী নেতৃবৃন্দ খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি জানান। বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.