জেলে পল্লীতে আগুনে পুড়ে ছাই হলো ৩৭ বসত বাড়ি ও দোকান

নগরীর ইপিজেডের আউটার রিং রোড এলাকার সাগর তীরবর্তী এলাকায় জেলেদের জাল রাখার ঘরে আগুন লেগেছে। আগুনে পুড়ে ছাই হয়েছে জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান।

শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাটের জেলে পল্লীর একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে থাকা জাল রাখার ঘরগুলোতে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নেভাতে তাদের সঙ্গে যোগ দেন। চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিইপিজেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, আউটার রিং রোডের আকমল আলী প্রান্তে সাগরে পাড়ে আগুনের ঘটনা ঘটেছে। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে পাশেই সাগর থাকায় চারদিক থেকে পানির সোর্স পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.