আমাদের ম্যাজিস্ট্রেটরা স্ট্রংলি অ্যাকটিভ হোন : সিটি মেয়র

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,  ডিসির (জেলা প্রশাসক) সঙ্গে সাক্ষাতে আমি ওনাকে বলেছি যেখানে খাস জায়গা আছে অন্ততপক্ষে আমাকে সেগুলো দিন। আমি সেখানে ডাম্পিং স্টেশন করতে চাই। আমি চাই না, ময়লা-আবর্জনার গন্ধ মানুষের নাকের মধ্যে ঢুকুক। শুধু গন্ধ না, পচনশীল বর্জ্য থেকে অনেক ফ্লাইস, বর্ন ও ডিজিজ হচ্ছে। সেগুলো বন্ধ করতে পরিচ্ছন্ন বিভাগের সক্ষমতা বাড়াব। আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন, আপনারা রাজপথে একটু স্ট্রংলি অ্যাকটিভ হোন। যারা ইচ্ছে করে ময়লা ফেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর টাইগারপাসের চসিকের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির সদস্যদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামকে ঘিরেই বাংলাদেশের পর্যটন খাত নির্ভরশীল উল্লেখ করে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের জিডিপি মূলত তিনটি খাতের ওপর নির্ভরশীল। চতুর্থ খাতকে আমরা চট্টগ্রামের মাধ্যমে উঠিয়ে আনতে পারি। সেটি পর্যটন খাত। এই খাত দিয়ে কিন্তু আমাদের আশপাশের সার্কভুক্ত সবগুলো দেশ সমৃদ্ধ হয়ে গেছে, অথচ এই পর্যটন খাতকে আমরা সেভাবে বিকশিত করতে পারিনি। চট্টগ্রামকে ঘিরেই কিন্তু বাংলাদেশের পর্যটন খাত নির্ভরশীল।’

‘আপনি যদি বাংলাদেশে কোথাও বিনোদনের জন্য ঘুরতে যেতে চান প্রথমেই চিন্তা করবেন কক্সবাজারের কথা। এরপর বান্দরবান, রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি। এর বাইরেও চট্টগ্রাম এলাকায় আরও অনেক পর্যটন কেন্দ্র আছে। ফলে আমরা যদি চট্টগ্রামের পর্যটন খাতের বিকাশ ঘটাতে পারি, একদিকে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান হবে।’

দেশের অর্থনীতির জন্যই চট্টগ্রামের উন্নয়ন প্রয়োজন মন্তব্য করে মেয়র বলেন, ‘চট্টগ্রামের অবকাঠামো যদি আমরা উন্নয়ন (ডেভেলপ) করতে না পারি তাহলে ইন ফ্যাক্ট আমরা বাংলাদেশকে বাঁচাতে পারব না। দেশের অর্থনৈতিক যে একটা চাকা, তা সচল করার জন্য চট্টগ্রামকে সুন্দর করতে হবে।’

অর্থনীতির বিকাশের স্বার্থেই চট্টগ্রামের উন্নয়ন প্রয়োজন মন্তব্য করে মেয়র বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আয়ের এত বড় একটি খাত। অথচ চট্টগ্রামের বাইরে কিন্তু বন্দরের টাকার সিংহভাগ চলে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য যেখানে ঘাটতি হচ্ছে সে জায়গায় বন্দরের টাকা চলে যাচ্ছে, যদিও বন্দর চট্টগ্রামের। কাজেই চট্টগ্রামের পর্যটন শিল্পটাকে চিন্তা করে আমাদের কাজ করতে হবে।’

চট্টগ্রামের বিকাশে নগর সরকার প্রয়োজন দাবি করে মেয়র বলেন, ‘সরকারকে আমরা এরই মধ্যে বুঝিয়েছি যে একটা জিনিস আমাদের খুব দরকার, সিটি গভর্নমেন্ট বা নগর সরকার। এই যে বিভিন্ন সংস্থার প্রতিনিধি আপনার যারা এসেছেন বিভিন্ন সমস্যা নিয়ে, আলোচনা করতে গিয়ে আপনারা বলছেন যে এটার-ওটার অনুমতি লাগবে বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ও নেই। অথচ সিটি গভর্নমে,ন্ট থাকলে সিটি মেয়র হিসেবে আমি আজ সব জায়গায় অনুমোদনের বিষয়টি সহজে করিয়ে নিতে পারতাম।’

‘সিটি গভর্নমেন্ট না থাকায় আমাদের যেসব সীমাবদ্ধতা আছে সেগুলো জয় করতে হলে আমাদের আন্তরিক হতে হবে। আন্তরিকতার ওপর আর কিছু নেই। আমাদের যে ঐক্য, আমাদের যে হৃদ্যতা, এর মাধ্যমে আমরা আসুন সিটি গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত সবাই মিলেমিশে কাজ করি,’— বলেন চসিক মেয়র শাহাদাত।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব আশরাফুল আমিন উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.