সেনাবাহিনীতে যাত্রা শুরু করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর

১৬

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মত স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর হালিশহর আর্টিলারি সেন্টারে এ কোরের উদ্ধোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

অনুষ্ঠানে একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ পরিয়ে দেন তিনি।

একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে, আগামীতে সেনাবাহিনীর প্রশিক্ষন, প্রযুক্তিগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন অধিনায়করা।

এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্তাপন করবে। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যের প্রতি আহবান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

অধিনায়ক সম্মেলনে জিওসি ২৪ পদাতিক ডিভিশনসহ সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.