স্তন ক্যান্সার সচেতনতায় চল্লিশ স্থানে সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম

৬১

স্তন ক্যান্সার সচেতনতায় তিনদিনব্যাপি গোলাপী সড়ক শোভা যাত্রা, র‌্যালি ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার ২৯ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ শোভা যাত্রার মাধ্যমে দেশের চল্লিশ স্থানে স্তন ক্যান্সার সচেতনতা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে যাত্রা শুরু হয়।গতকাল সন্ধ্যায় শোভা যাত্রা ও র‌্যালি নিয়ে নগরীর জামালখান চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে স্তন ক্যান্সার সচেতনতায় এক সভা অনুষ্ঠিত হয়।

স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, চিটাগাং সিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসকিন প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা মো. হাবিবুল্লাহ তালুকদার। তিনি বলেন, সারাদেশে মানুষের মাঝে স্তন ক্যান্সার সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে হবে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে চাই দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসা। এ ক্ষেত্রে সবার সচেতনতা  জরুরি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চ্যানেল আই চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদ, রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম নান্টু, পিপি অ্যাডভোকেট আশাদুর রহমান রিটু , ক্লাব প্রেসিডেন্ট মো. ওমর ফারুক, রোটারি ক্লাব চিটাগাং সিটির প্রেসিডেন্ট দেবাশীষ বড়ুয়া, পিপি মোহাম্মদ লিয়াকাত আলী চৌধুরী, পিসি কামরুল মোর্শেদ তমাল, পিপি এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, পিপি মোঃ শাহজাহান, পিপি মোহাম্মদ হোসেন, পিপি মৃনাল কান্তি দত্ত, পিপি বাহরোজ সুলতানা , রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় স্তন ক্যান্সার সচেতনতায় তিনদিনব্যাপি কার্যক্রমের সফলতা কামনা করেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।

এ সময় উপস্থিত ছিলেন পিপি মাহবুবুর রহমান ,রোটারিয়ান জাকারিয়া সোহেল, রোটারিয়ান বেগম কামরুন্নাহার, সহযোগী সংগঠন বাংলাদেশ ওয়াইডাব্লিউসিএ, অপরাজিতা সোসাইটি, নারী পক্ষ, গণস্বাস্থ্য, নারী উদ্যোগ কেন্দ্র, হীলা, সিসিইপিআরবি, ওয়াই ডাব্লু সি এ, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, টিএমএসএস ক্যান্সার সেন্টার, সালিমা, প্রশিকা।

এছাড়া রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি, ঢাকা ডাউন টাউনের রোটারিয়ান ও ডাক্তার বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর হাবিবুল্লাহ তালুকদার নেতৃত্বে শোভাযাত্রা দলে জাতীয় চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকের সহ ২০ জন সংগঠক ও স্বেচ্ছাসেবী ঢাকা থেকে গোলাপী সাজে সজ্জিত একটি বাস এ কার্যক্রম পরিচালনা করেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার বিজয়ী যোদ্ধা, সংগঠক, সাংস্কৃতিক জন এই অভিযাত্রায় অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কার্যক্রম শেষ করে ফেনী হয়ে তেঁতুলিয়ার উদ্দেশ্য রওনা হয় শোভা যাত্রাটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.