চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. আলমগীর (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটিও সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ বাসযাত্রী আহত হন। আহতরা চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর দোহাজারী হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়ার আবুল কাশেমের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেল। তারা হলেন, সোহানা (২৮), আদকিয়া (৪৬), যশোর জেলার তরিকুল ইসলাম (২৮), ঝিনাইদহের শৈলকুপা এলাকার সুমাইয়া (১৬), রেজাউল করিম (৬৫), গোপালগঞ্জের তরিকুল ইসলাম (৪৬), খুলনার কাদিয়া এলাকার নাসিমা বেগম (৪৫) এবং সিরাজগঞ্জের নাজমুল হুদা (২২)।

পুলিশ জানায়, আলমগীর বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি সৌদিয়া বাস (চট্ট মেট্রো ব- ১১-১৮৯১) কক্সবাজার দিকে যাচ্ছিল। আলমগীরকে ধাক্কা দিয়ে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার যাওয়ার পথে সকাল ৭টায় দুর্ঘটনায় পতিত হয়। ঘটনার সময় সাইকেল আরোহী আলমগীর মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.