চবি শিক্ষার্থী নিহতের মামলায় ফজলে করিমের জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহতের মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এবিএম ফজলে করিম চৌধুরীর জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, এবিএম ফজলে করিম চৌধুরীর জামিন চেয়ে আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন ।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহতের ঘটনায় গত ২০ সেপ্টেম্বর তার বন্ধু আজিজুল হক বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২০৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.